রাজধানী

দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জরুরি সংবাদ সম্মেলন‘

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতের এক বার্তায় সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

শাহাদাত হোসেন জানান, সংবাদ সম্মেলনটি আগামী সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি সম্পর্কে  বিস্তারিত জানানো হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন