জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র্যাব কর্মকর্তার নাম ডিএডি মো. মোতালেব। তিনি বিজিবি থেকে ডেপুটেশনে র্যাব-৭-এ কর্মরত ছিলেন তিনি। এ ঘটনায়া আরও ৪ র্যাব সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বিকেলে জঙ্গল সলিমপুরে র্যাবের একটি টিম আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ সময় র্যাবের এক কর্মকর্তা ও চার সদস্য এবং এক সোর্সকে আটকে বেদম প্রহার করে দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।
ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আই/এ