আন্তর্জাতিক

অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস

বিশ্ববাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলারের সীমা অতিক্রম করেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে। লেনদেনের এক পর্যায়ে তা আরও বেড়ে ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ে। খবর রয়টার্স।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যনীতি এবং ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি বাজারে অস্থিরতা তৈরি করেছে।

রয়টার্স জানিয়েছে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লেনদেনের শুরুতে রুপার দাম রেকর্ড ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছায়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গেল এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের অপ্রচলিত নীতিমালা ও ফেডারেল রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা বিশ্ব অর্থনীতিতে আস্থার সংকট তৈরি করেছে। এর প্রভাব সরাসরি পড়ছে স্বর্ণের বাজারে। 

এদিকে ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত সংক্রান্ত মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, যা স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। যদিও ট্রাম্প সুদের হার কমানোর আহ্বান জানিয়ে যাচ্ছেন, তবুও আগামী সপ্তাহের ফেড বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের সময় স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা দ্রুত বাড়ে। তবে স্বর্ণের এই উর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম তুলনামূলকভাবে কমেছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন