বিদেশে যেতে চান আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম, আবেদন নামঞ্জুর
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাওয়ার অনুমতির আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আবেদনটি খারিজ করেন।
মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রায়হান। তিনি আদালতে বলেন, মোয়াজ্জেমকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত নন।
তিনি আরও দাবি করেন, পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার থাইল্যান্ডে যাওয়া জরুরি এবং আগামী ১৫ ফেব্রুয়ারি সেখানে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।
এর আগে, মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গেল বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের এনআইডি ব্লক করা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর তিনি মোয়াজ্জেম হোসেনকে তার এপিএস হিসেবে নিয়োগ দেন। তবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে মোয়াজ্জেমের বিরুদ্ধে।
এসব অভিযোগের প্রেক্ষিতে গেল বছরের ২১ এপ্রিল তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতেীকই বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ব্লক করার নির্দেশ দেয় আদালত ।
এসএইচ//