সৌদি আরবে কমছে প্রবাসীদের সুযোগ
প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে মার্কেটিং ও সেলস খাতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিতের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
সৌদী আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় নাগরিকদের জন্য ৬০ শতাংশ পদ সংরক্ষণ করতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) মন্ত্রণালয় ঘোষণা করেছে, মার্কেটিং ও সেলস খাতে তিনজন বা তার বেশি কর্মী কাজ করেন এমন প্রতিষ্ঠানে মোট কর্মীর ৬০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে।
এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন সাড়ে ৫ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে। আগামী তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এসএইচ//