আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি: আমাকে হত্যা করা হলে ‘উড়িয়ে দেয়া হবে ইরানকে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি তাকে হত্যার কোনো কথিত হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র এর জবাব দেবে ভয়াবহ শক্তিতে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম নিউজ নেশন-কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি নেতৃত্বের পক্ষ থেকে আসা হুমকি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এমন চিন্তাও করা উচিত নয়। তিনি স্পষ্ট করে জানান, যদি কখনো তার কোনো ক্ষতি হয়, তাহলে এর পরিণতি হবে মারাত্মক। তার ভাষায়, এমন কোনো ঘটনা ঘটলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার নির্দেশনা আগে থেকেই দেয়া রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো ছাড় দেবে না।

এ সময় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প। তার দাবি, অতীতে এ ধরনের হুমকি যখন এসেছে, তখন বাইডেনের আরও শক্ত অবস্থান নেয়া উচিত ছিল।

ট্রাম্প অভিযোগ করেন, আগের নেতৃত্ব এসব হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোরতা দেখাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এমনকি কোনো সাধারণ নাগরিককে লক্ষ্য করেও যদি এ ধরনের হুমকি দেয়া হতো, তাহলেও তিনি একই রকম কঠোর জবাব দিতেন।

এর মধ্যেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। দেশটির মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের উচ্চমূল্যের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর তথ্য অনুযায়ী, চলমান এই অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া ২৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত হয়েছেন পাঁচ হাজার ৮০০-এরও বেশি ব্যক্তি।

ইরানি কর্মকর্তারা এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে দাবি করেছেন, তারা তথাকথিত ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ মদদ দিচ্ছে। যদিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দেয়া হয়েছে, তবে সম্প্রতি শত শত ঘোষিত মৃত্যুদণ্ড বাতিলের খবরে তেহরানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন