খেলাধুলা

২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভারতে না খেললে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেবে আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জানা গেছে, বাংলাদেশ যদি নিজেদের নির্ধারিত ম্যাচ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

এই বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোট হয়েছে, যেখানে অধিকাংশ সদস্য বাংলাদেশের জায়গায় বিকল্প দল আনার পক্ষে মত দিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একদিন সময় দেওয়া হয়েছে, যাতে তারা আইসিসিকে স্পষ্টভাবে জানায়—ভারত সফরে যাবে কি না।

আইসিসি সূত্র জানায়, বাংলাদেশ সফরে না গেলে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ড মূল পর্বে উঠতে পারেনি। তবে বাংলাদেশের জায়গা শূন্য হলে সেই সুযোগ তারা পেতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন