সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামী শুক্রবার জুমার নামাজের পর সিরাজগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডাপ্রবাসী দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কর্মজীবনে এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
দীর্ঘ কর্মজীবন শেষে প্রায় ১৫ বছর আগে তিনি অবসর গ্রহণ করেন। এরপর থেকে উত্তরার বাসভবনে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।
এমএ//