হুমকি দিলেন চট্রগ্রামে র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি
‘জঙ্গল সলিমপুরে যদি অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি হয় বা অপরাধের ফাঁদে ফেলে কেউ গোলযোগ সৃষ্টি করে, তাহলে বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে’- এমন হুঁশিয়ারি দিয়েছে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন।
বুধবার (২১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ কথা বলে হুমকি দেয় আসামি ইয়াসিন। তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইয়াসিন বলেন, ‘র্যাব এখানে কীজন্য এসেছে? গাড়ি ছাড়া, পোশাক ছাড়া এভাবে কেন ঢুকেছে? তারা কোন আসামি ধরতে এসেছে? সে বিষয়ে কারো নাম শোনা যায়নি। কোনো আসামির নাম প্রকাশ করা হয়নি।’
তিনি বলেন, ‘এখানে যত সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে, সবই রুকন মেম্বারের লোকজনের মাধ্যমে। ডিসি পার্ক থেকে শুরু করে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় তার লোকেরা চাঁদাবাজি করছে। সে চাঁদাবাজির উদ্দেশ্যে আমাদের এই এলাকা দখল করতে চায়। তার কাছে সব অস্ত্রের ভাণ্ডার রয়েছে। আমি কথা দিচ্ছি—এই রুকন মেম্বারকে গ্রেপ্তার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলে এখানে র্যাবকে এনেছে।’
ইয়াসিন বলেন, ‘আজ আবারও জোরালোভাবে বলছি– এলাকায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে বড় ধরনের জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায় প্রশাসনকেই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘যদি তারা বলে তাদের কোনো আসামি আছে এবং তাকে ধরতে যাবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আসামির নাম ও ঠিকানা বলতে হবে।’
বক্তব্যের শেষে ইয়াসিন সতর্ক করে বলেন, ‘প্রশাসন চাইলে আমাকে বাড়ি থেকে সাময়িকভাবে উচ্ছেদ করতে পারে কিন্তু আমার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের কোনো সুযোগ নেই। বল প্রয়োগ বা নির্যাতনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।’
উল্লেখ্য, গেল সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন।
এসএইচ//