দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি সিলেট সফর শেষ করে এবার তার নজর এখন চট্টগ্রামের দিকে। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। সমাবেশকে ঘিরে চট্টগ্রাম বিএনপির ভেতরে দেখা যাচ্ছে কড়াকড়ি প্রস্তুতি, ব্যস্ততা ও উচ্চ প্রত্যাশার বাতাবরণ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফর শুধুমাত্র এক জনসভায় বক্তব্য দেয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করা, নেতৃত্বের দৃশ্যমানতা বৃদ্ধি এবং মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান প্রদর্শনের একটি স্পষ্ট সংকেত হিসেবে দেখানো হচ্ছে।
বিএনপির নেতৃত্বের কাছে এই সফর একটি কৌশলগত পদক্ষেপ। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর দলকে আবার মাঠের রাজনীতিতে সক্রিয় ও দৃশ্যমান করার প্রয়াস হিসেবেই চট্টগ্রাম সফরকে দেখা হচ্ছে।
দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এটি প্রথম বড় মাঠের কর্মসূচি হওয়ায়, তার বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
চট্টগ্রাম বিএনপির নেতারা মনে করছেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে বড় ধরনের জনসমাগম ঘটাতে পারলে তা জাতীয় রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান জানান দেবে।
সে কারণেই নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি বিস্তৃত করা হয়েছে। দলীয় কর্মসূচিতে এবার শুধু নেতাকর্মীদের নয়, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষকে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফরকে ঘিরে দলীয় কাঠামোর বাইরে থেকেও সাধারণ মানুষের আগ্রহ লক্ষ করা যাচ্ছে, যা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
এসি//