টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশর পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।
শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠির মাধ্যমে সিদ্ধান্তটি জানায়। তবে এর আগের দিনই, শুক্রবার (২৩ জানুয়ারি), আইসিসি স্কটল্যান্ডকে বাংলাদেশের বদলে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে ঘোষণা করে।
দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়, যেখানে সভাপতিত্ব করেন আইসিসি চেয়ারম্যান ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ।
প্রসঙ্গত, বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলবে না বলে জানিয়েছিল। তবে আইসিসি এই উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করেনি। শেষ মুহূর্তে বিসিবি বিষয়টি আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানোর অনুরোধ করলেও সেই কমিটি আপিল কর্তৃপক্ষ না হওয়ায় আইসিসির সিদ্ধান্ত বহাল থাকে।
আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ অংশগ্রহণ নিশ্চিত না করলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।
এর আগে বিসিবি খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইসিসির আসন্ন ইভেন্ট বয়কটের ঘোষণা দেয়।
এমএ//