আন্তর্জাতিক

ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ

ছবি: সংগৃহীত

ভারতের তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিকসহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গেল পহেলা জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও কেনিয়ার পণ্যেও জিএসপি সুবিধা স্থগিত করেছে ইইউ।

ইইউ’র অফিশিয়াল জার্নাল সূত্রে জানা গেছে, ইউরোপীয় কমিশন গত ২৫ সেপ্টেম্বর একটি বিধিমালা জারি করে। ওই বিধিমালায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ভারত, ইন্দোনেশিয়া ও কেনিয়ার কিছু পণ্যে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় ইইউর বাজারে সমস্যা হবে ভারতীয় রপ্তানিকারকদের।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন