জাতীয়

প্রবাসী ও পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে সময় বেশি লাগবে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, প্রবাসী ও পোস্টাল  ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। কারণ হিসেবে তিনি জানান, প্রবাসীদের ব্যালট পেপার এ-ফোর সাইজের এবং এতে উভয় পাশে তথ্য থাকে, যা স্ক্যান করে গণনা করতে হয়। প্রতিটি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনার জন্য একটি করে নির্দিষ্ট কেন্দ্র থাকবে। উদাহরণস্বরূপ, ফেনী-৩ আসনে ১৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট একটি কেন্দ্রে স্ক্যান করে গণনা করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, এবার প্রায় ৪৩ হাজার কেন্দ্রে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। সাধারণত ভোট গণনা শেষ হতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে।

তিনি বলেন,  আচরণবিধি লঙ্ঘন ও প্রচারণার গোলযোগ নিয়ে ৩০০ সংসদীয় আসনে ৩০০টি ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটিকাজ করছে। কারো কোনও অভিযোগ থাকলে সরাসরি এই কমিটির কাছে বা রিটার্নিং অফিসারের কাছে জানান।

তিনি আরও জানান, ইতিমধ্যে ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনে কিছু অবৈধ পোস্টার নজরে আসায় রিটার্নিং অফিসারদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন,  সাংবাদিকরা হচ্ছে নির্বাচনের চোখঢাকা শহরের বিশাল কর্মযজ্ঞে সাংবাদিকদের তথ্য ও প্রতিবেদন ইসিকে সঠিক সিদ্ধান্ত নিতে বড় সহায়তা করবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন