দেশজুড়ে

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ভোলার লালমোহনে আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী রানী (৫৫) ও তুষার দাস (২৫)। নিহত অটোরিকশা চালকের নাম মো. নাসিম (৪৩)।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার-সংলগ্ন ডা. আহাজার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অপরদিকে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে লালমোহনের দিকে আসছিল অটোরিকশাটি। এ সময় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় আসলে বাসে সাথে সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ আরও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন