চট্টগ্রামে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলায় এজাহারনামীয় আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ নিয়ে মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র্যাব-৭ বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. মিজান ও তার এক সহযোগী।
এর আগে, শুক্রবার (২৩ জানুয়ারি) একই মামলার আরেক আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এক নম্বর সমাজের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, প্রশাসনিকভাবে জঙ্গল সলিমপুর সীতাকুণ্ড উপজেলার আওতাভুক্ত হলেও এলাকাটিতে প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমির ওপর গড়ে ওঠা এই এলাকা দীর্ঘদিন ধরে অবৈধ দখল, পাহাড় কাটা ও প্লট বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি।
অবৈধ দখল ও বাণিজ্য রক্ষায় এলাকায় শক্তিশালী সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এসব সন্ত্রাসীরা এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় রাখে। জঙ্গল সলিমপুরকে ঘিরে বারবার হামলা ও সংঘর্ষের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, গেল ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে র্যাব-৭ সদস্যদের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর চালায় এবং এলোপাতাড়ি গুলি করে। এতে র্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিন সদস্য বর্তমানে চিকিৎসাধীন।
২০ জানুয়ারি রাতে মরদেহ কুমিল্লায় পৌঁছালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয় তাকে।
এমএ//