আন্তর্জাতিক

আমেরিকায় মেটা, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি তৈরি এবং এর ফলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতের ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ ২৭ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই মামলা করেছেন ১৯ বছর বয়সী এক মার্কিন নারী। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার খাতিরে শুধু নামের আদ্যাক্ষর 'কে জি এম' ব্যবহার করে তার পরিচয় দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে আসক্তির কারণে তিনি 'মানসিক ক্ষতির' শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি

যুক্তরাষ্ট্রে এ ধরনের মামলা ও আদালতের অভিযোগ গ্রহণের নজির নেই।

সোশাল মিডিয়া ভিক্টিমস ল সেন্টারের প্রতিষ্ঠাতা ম্যাথু বার্গম্যান গণমাধ্যমকে বলেন, 'এবারই প্রথম কোনো সমাজমাধ্যম প্রতিষ্ঠানকে শিশুদের ক্ষতি করার অভিযোগে বিচারকদের সামনে দাঁড়াতে হচ্ছে।'

ওই সেন্টারের আইনজীবীরা এ ধরনের প্রায় এক হাজার মামলার দায়িত্বে আছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের জন্য আইনি দায় থেকে ব্যাপক সুরক্ষা দিয়ে থাকে। মেটা ও টিকটকের মতো প্রতিষ্ঠানগুলোর দাবি, এই আইন কে জি এমের মামলার ক্ষেত্রেও তাদের দায়মুক্তি দেবে। তবে আদালতের রায় যদি প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে যায়, তাহলে এই দীর্ঘদিনের আইনি সুরক্ষায় ফাটল ধরতে পারে।

আদালতে মেটার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে সাক্ষ্য দিতে ডাকা হতে পারে বলে জানা গেছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন