আন্তর্জাতিক

‘ইরানের সর্বোচ্চ নেতার জন্য জীবন দিতে প্রস্তুত লাখ লাখ মানুষ’

বিশ্ব রাজনীতির উত্তাল মেঘছায়ায়, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি যেনো আধ্যাত্মিক ও রাজনৈতিক এক অদ্বিতীয় মাইলফলক। বাহরাইনের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, ইসলামি বিপ্লবের এই নেতার প্রতি ইরানের লাখ লাখ মানুষ তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রেস টিভিকে দেয়া এক ভাষণে শেখ কাসেম আরও সতর্কবার্তা দেন। তিনি বলেন, খামেনেয়ি শুধু ইরানের নয়, বিশ্বে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে এক অনন্য অবস্থানে রয়েছেন। তার গভীর ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক মর্যাদা এবং রাজনৈতিক নেতৃত্ব তাকে অন্য সকল নেতার থেকে আলাদা করেছে।

শেখ কাসেম বলেন, শুধুমাত্র ইরানি নারী-পুরুষই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরাও খামেনিকে সমর্থন করেন। তারা তার নির্দেশকে ধর্মীয় নির্দেশ হিসেবে মান্য করেন এবং ইরানের স্থিতিশীলতা, শান্তি ও মানবভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তার পাশে দাঁড়ান।

তিনি আরও উল্লেখ করেন, ১৩ জানুয়ারি দেশে যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছে, তা বিদেশি প্ররোচিত নাশকতার বিরুদ্ধে খামেনেয়ির প্রতি জনগণের স্পষ্ট সমর্থনের প্রমাণ। শেখ কাসেম ট্রাম্পের ইরানে সংস্কারের দাবিকেও তীব্রভাবে নাকচ করেন।

এর আগে, ১৭ জানুয়ারি দেয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি জানিয়েছিলেন, চলতি বছরের শুরুতে ইরানে সংঘটিত ব্যাপক দাঙ্গা ও সহিংসতার পেছনে থাকা সন্ত্রাসীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। 

তিনি অভিযোগ করেন, ট্রাম্প সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মিথ্যাভাবে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছেন।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন