আন্তর্জাতিক

‘আবার যুদ্ধ শুরু করা হবে মারাত্মক ভুল’: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে সেটি হবে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত—এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি ওয়াশিংটন ও তেহরানকে কূটনৈতিক পথে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। তিনি বলেন, “এই পরিস্থিতিতে আবার যুদ্ধ শুরু করা হবে মারাত্মক ভুল।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কথার লড়াই তীব্র হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা আছে বলে মনে করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ইরান পারমাণবিক ইস্যুতে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে ফিদান পরামর্শ দেন, ইরানের সঙ্গে সব বিষয় একসঙ্গে সমাধানের চেষ্টা না করে ধাপে ধাপে এগোনো উচিত। তিনি বলেন, “আমার পরামর্শ সবসময়ই আমেরিকান বন্ধুদের জন্য—একেকটি ইস্যু আলাদা করে সমাধান করুন। আগে পারমাণবিক ইস্যু, এরপর অন্য বিষয়গুলোতে যান।”

তার মতে, সব সমস্যাকে একসঙ্গে একটি প্যাকেজে উপস্থাপন করলে তা ইরানের জন্য বোঝা ও গ্রহণ করা কঠিন হয়ে যায়, এমনকি অপমানজনকও মনে হতে পারে। এতে ইরানি নেতৃত্বের জন্য বিষয়গুলো ব্যাখ্যা করাও কঠিন হয়ে পড়ে।

হাকান ফিদান আরও বলেন, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে পারত, তাহলে আঞ্চলিক কাঠামোতে তারা আরও ইতিবাচক ও গ্রহণযোগ্য অবস্থান নিতে পারত।

তিনি বলেন, “ইরানকে আঞ্চলিক বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। প্রতিবেশীরা তাদের কীভাবে দেখে, সেটাও তাদের ভাবতে হবে। কারণ ওরা যেমন কোথাও যাচ্ছে না, আমরাও যাচ্ছি না।”

মতাদর্শ ও মাজহাব ভিন্ন হলেও জাতিরাষ্ট্র কাঠামোর ভেতর থেকেই আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করা জরুরি বলেও মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন