আন্তর্জাতিক

রেকর্ড ভেঙে আকাশছোঁয়া স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম একলাফে ২.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,৫৪২.২৯ ডলারে। দিনের লেনদেনে একপর্যায়ে দাম উঠে যায় ৫,৫৯১.৬১ ডলার পর্যন্ত, যা নতুন রেকর্ডের কাছাকাছি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কাঠামো ভেঙে আঞ্চলিক জোটে রূপ নেওয়ার প্রবণতা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করছে। এতে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা দ্রুত বাড়ছে।

এর আগে সোমবার ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৫,০০০ ডলার ছাড়িয়ে যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের পেছনে রয়েছে নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় আকারের স্বর্ণ ক্রয় এবং দুর্বল মার্কিন ডলার।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ইতোমধ্যে ২০ শতাংশের বেশি বেড়েছে। ডয়েচে ব্যাংকের বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, বিনিয়োগ প্রবাহ অব্যাহত থাকলে চলতি বছরেই স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬,০০০ ডলার স্পর্শ করতে পারে।

রেকর্ড দামের মধ্যেও সাংহাই ও হংকংয়ের খুচরা বাজারে স্বর্ণের চাহিদা শক্ত অবস্থানে রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত দামের কারণে গয়নার বাজারে কিছুটা চাপ তৈরি হতে পারে।

অন্যদিকে, মূল্যবান ধাতুর বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। স্পট সিলভারের দাম ১.১ শতাংশ কমে আউন্সপ্রতি ১১১.৭৪ ডলার, প্লাটিনাম ০.৬ শতাংশ কমে ২,৬২৪.৩১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ বেড়ে ১,৯৪৪.৭১ ডলার হয়েছে। যদিও চলতি বছরেই রূপার দাম প্রায় ৬০ শতাংশ বেড়ে গেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন