রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছে : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর চারজন মারা গেছেন। এখনও বলার মতো কিছু হয়নি। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১১৫ জন নিহত হয়েছিল। সে হিসেবে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন। তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে তারা আইনগুলো মেনে চলছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, আমরা আশা করছি, আগামী দিনগুলো অনেকটা বেটার যাবে। আর গ্র্যাজুয়ালি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়মেন্ট শুরু হবে। সে ক্ষেত্রে সিচুয়েশন আরও বেটার হবে।
শেরপুরে জামায়াত নেতা নিহতের বিষয়ে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পুলিশকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে দ্রুত নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আই/এ