আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘১ বিসিএস, ১ বছর’ কার্যক্রম। স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পিএসসির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
পিএসসি জানায়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়।
পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং ফল প্রকাশ হবে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট মৌখিক পরীক্ষা শুরু হয়ে চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
এমএ//