বিএনপি

ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। সে জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে। একই সাথে দ্বিতীয় যে ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না-এর, সেখানে হ্যাঁ-এর পক্ষে আপনারা রায় দেবেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান  বলেন, দেশে পরিবর্তন আনতে হলে সর্বস্তরের জনগণকে সামনে আসতে হবে। নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে জনগণকে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি। যেখানে দ্বিমত আছে, তা প্রকাশ্যে বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান করতে হবে।

তিনি বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী, বিএনপিই একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি করতে পারে। একটি দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে। বিএনপি খারাপ হয়ে থাকলে কেন জোট সরকারে ছিল জামায়াতের দুই মন্ত্রী? দলটির মাথা খারাপ হয়ে গেছে; নয়তো তাদের নেতৃত্ব আবোল-তাবোল কথা বলছে। ষড়যন্ত্রের জবাব দেবার সময় এসেছে।

আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিস্তা মহপরিকল্পনা বাস্তবায়ন করার ঘোষণাও দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন