গাজায় ফের ইসরাইলি হামলা, ৬ শিশুসহ নিহত ২৫
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সর্বশেষ এই হামলায় ছয় শিশুসহ অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা।
শনিবার (৩১ জানুয়ারি) খান ইউনুস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। চিকিৎসা সূত্র জানায়, এই হামলাতেই বহু হতাহতের ঘটনা ঘটে।
চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গাজা শহরেই নিহত হয়েছেন অন্তত ১৮ জন। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় মোট ৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে আজ ভোর থেকে নিহত হয়েছেন ২৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৫৩৭ জন নিহত এবং ১ হাজার ৪০৫ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৭১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল যে সামরিক অভিযান শুরু করে, সেই সময় থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৭৬৯ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন মানুষ।
এমএ//