আর্কাইভ থেকে ফুটবল

করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের সভাপতি কাজী সালাউদ্দিন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার কোভিডে আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) কোভিড-১৯ পরীক্ষা করান কাজী সালাউদ্দিন। এর ১ দিন পর বুধবার (২৫ নভেম্বর) রাতে ফলাফল হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। সেই রিপোর্টে দেখা মিলেছে কোভিড-১৯ পজিটিভ সালাউদ্দিন।

এদিকে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন