আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

জর্জ ফ্লয়েডকে সাড়ে ৯ মিনিট ঘাড়ে হাঁটু চেপে হত্যা করা হয়

যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে বিচার শুরু হয়েছে। টানা কয়েক ঘণ্টা চলা বিচারিক শুনানিতে পুলিশ কর্মকর্তার আইনজীবী ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন মাদকগ্রহণ করায় আগে থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল।

তার এ অভিযোগ উড়িয়ে দিয়ে প্রসিকিউটর বলেছেন, ৯ মিনিট ২৯ সেকেন্ড ঘাড়ে হাঁটু চেপে তাকে হত্যা করা হয়। তাই ফ্লয়েডের পরিবার হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুরো শুনানি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিচার শুরু হয়। সোমবার থেকে শুরু হওয়া শুনানিটি স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন