আর্কাইভ থেকে ফুটবল

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিলো পর্তুগাল

কাতার বিশ্বকাপ ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও লুক্সেমবার্গের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুন জয় তুলে নিয়েছে পর্তুগাল। ম্যাচটিতে লুক্সেমবার্গকে ৩-১ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফার্নান্দো সান্তোসের দল।

মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের মাঠে পুরো ম্যাচে ২০টি শট নেয় পর্তুগাল, যার ১১টিই ছিল লক্ষ্যে। প্রতিপক্ষ গোলরক্ষক আর ক্রসবারের বাধার পাশাপাশি নিজেরা সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।

২৪তম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় পর্তুগাল। রোনালদোর ফ্রি কিক সহজেই ফেরান স্বাগতিক গোলরক্ষক মরিস। ম্যচের ২৯তম মিনিটেই ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের চমকে দিয়ে এগিয়ে যায় লুক্সেমবার্গ। সতীর্থের ক্রসে ডি-বক্সে দারুণ ডাইভিং হেডে বল জালে পাঠান ফরোয়ার্ড রদ্রিগেস।
 
প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে স্বাগতিকদের রক্ষণে চাপ বাড়ায় পর্তুগাল। তার ফল হাতে হাত পায় পর্তুগাল। চোট নিয়ে মাঠ ছাড়া জোয়াও ফেলিক্সের বদলি নামা পেদ্রো নেতো ডি-বক্সের বাঁ দিকে একজনকে কাটিয়ে ক্রস বাড়ালে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড জোতা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের সামনে একটু লাফিয়ে নেয়া ভলিতে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৭৮তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। সতীর্থের পাস ফাঁকায় পেয়েও গোলরক্ষক বরাবর শট মারেন রোনালদো। পরে তিনি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

৮০তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন বদলি নামা পালিনিয়া। নেতোর কর্নার থেকে আসা বল হেডে জড়িয়ে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার মাক্সিম।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো সার্বিয়া সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। দুই ম্যাচে লুক্সেমবার্গের ৩ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে আয়ারল্যান্ড ও আজারবাইজান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন