আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র

চীন জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার বৈশ্বিক মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করা হয়।

প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে- বছরজুড়ে উইঘুর মুসলমান, অন্যান্য নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে চীন। এছাড়াও উক্ত প্রদেশে ১০ লাখেরও বেশি বেসামরিক ব্যক্তিকে নির্বিচারে বন্দি করে রাখা হয়েছে এবং  নারীদের বন্ধ্যা, ধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায় এবং ধর্মীয়, বাক ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।

প্রতি বছরই মার্কিন কংগ্রেসের এমন প্রতিবেদন দরকার পড়ে। যেখানে ১৮০টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে।

তবে জিনজিয়াংয়ে সব ধরনের মানবাধিকার হরনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন