আর্কাইভ থেকে দেশজুড়ে

বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৬৫)। নিহত আনোয়ারা মো. হাবিবুর রহমানের স্ত্রী।

বুধবার দিনের বেলায় এ ঘটনা ঘটে আর সন্ধ্যায় ৭টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

ওসি মো. আসাদুজ্জামান জানান, আনোয়ারা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে ঢাকায় থাকে। তার স্বামী দীর্ঘদিন ধরে ঘরে শয্যাশায়ী। বৃদ্ধার এক ছেলে বুধবার সকাল থেকে মায়ের সঙ্গে কথা বলার জন্য ফোন করে যাচ্ছিলেন কিন্তু কোন সাড়া পাচ্ছিলেন না। পরে তার এক বন্ধু সন্ধ্যার পর বাড়ির দরজা তালাবদ্ধ পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।

তবে কে বা কারা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা উদঘাটনের তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন