আর্কাইভ থেকে ফুটবল

জার্মানিকে লজ্জার উপহার দিলো নর্থ মেসিডোনিয়া

কাতার বিশ্বকাপ ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ঘরের মাঠে লজ্জার হারের তেতো স্বাদ উপহার দিয়েছে নর্থ মেসিডোনিয়া।

বুধবার ইউরো অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে রাতে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে জোয়াকিম লোর দল।

ম্যাচজুড়ে বল দখলেই লড়াই কিংবা আক্রমণের ধারে এগিয়ে ছিল জার্মানিই। জার্মানি পুরো ম্যাচের ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল। পুরো ম্যাচে মাত্র ১১ বার আক্রমণেও উঠেছিল তারা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় পেনাল্টি ছাড়া আর মাত্র একটি শট তারা রাখতে পেরেছে লক্ষ্য বরাবর।

প্রথমার্ধে আধিপত্য করেও গোল খায় জার্মানি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি তাদের।

আগের দুই ম্যাচে আইসল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে জিতেছিল জার্মানি। অপরদিকে রোমানিয়ার বিপক্ষে হেরে বাছাই শুরু করা নর্থ মেসিডোনিয়া পেল টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

এ জয়ের পর এখন জে গ্রুপে জার্মানির ওপরে উঠে গেছে মেসিডোনিয়া। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে জার্মানি। সমান ম্যাচ খেলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্মেনিয়া।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন