গাপটিল-অ্যালান ঝড়ে বড় স্কোর কিউইদের
টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অকল্যান্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কার্টেল ওভারের ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমত বাংলাদেশের বোলারদের উপর স্টীমরোলার বইয়ে দেন মার্টিন গাপটিল ও ফিন অ্যালান। এ দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে ৫.৪ ওভারে স্কোরবোর্ডে ৮৫ রান তোলে নিউজিল্যান্ড।
দলীয় ৮৫ রানে মেহেদী হাসানের বলে আফিফের হাতে ক্যাচ আউট হবার আগে ১৯ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন গাপটিল। যেখানে ৫টি ছয় ও ১টি চার দিয়ে ইনিংসটি সাজান তিনি।
গাপটিল বিদায় নিলেও অ্যালান অপরপ্রান্ত থেকে নিয়মিত রান তুলতে থাকেন। গ্ল্যান ফিলিপস যখন সৌম্যর হাতে শরিফুলের বলে বিদায় নেন তখন ব্ল্যাক ক্যাপসদের স্কোরবোর্ড ১২৩ রান। ডারেল মিচেল তৃতীয় উইকেটে এসে অ্যালানের সঙ্গে যুক্ত হন। এর আগে অবশ্য অ্যালান ঝড়ো গতিতে অর্ধশত পূরণ করেন। দলীয় ১৩৮ রানে তাসকিনের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ফিন অ্যালান। তার আগে অবশ্য ২৯ বলে ৩ ছয় ১০ চারের সাহায্যে ৭১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন।
দশম ওভারের শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হন ডারেল মিচেল। তখন নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১৪১। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ১৪২ রান।
নিউজিল্যান্ড একাদশ
টুড অ্যাস্টল, গ্ল্যান ফিলিপস, মার্টিন গাপটিল, টিম সাউদি, ফিন অ্যালান, ডেভন কনওয়ে, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ডারেন মিচেল, অ্যাডাম মিলনে, লকি ফারগুসন।
বাংলাদেশ একাদশ
মাহেদি হাসান, আফিফ হোসাইন, রুবেল হোসাইন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসাইন শান্ত।
এএ