আর্কাইভ থেকে জাতীয়

দ্বীনের সেবা বাদ দিয়ে ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না: আইজিপি (ভিডিও)

‘দ্বীনের সেবা বাদ দিয়ে ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না’ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

এলাকাবাসীর উদ্দেশে আইজিপি বলেন, ‘ ব্রাহ্মণবাড়িয়া-বাসীকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা একা নন। ১৮ কোটি জনগণ আপনাদের পাশে আছে। আমরা জনগণের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। ধর্মের নামে রাজনীতি হতে পারে না।’

ব্রাহ্মণবাড়িয়া হেফজাতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বারবার কেন রাষ্ট্রীয় সম্পত্তির ওপর আঘাত করা হচ্ছে? তাদের অবস্থানটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে?’

আইজিপি ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের নিরাপদে ও নিশ্চিন্তে ঘুমানোর অধিকার আছে। এই অধিকার আমরা নিশ্চিত করব। যারা যার কাছে হামলার ভিডিও ও ছবি আছে তারা যেন তা পুলিশকে সরবরাহ করে। আপনারা মামলা করেন, আমরা ব্যবস্থা নেব’।

ভিডিও...

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন