আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্র পুলিশে চাকরি পেল ছাগল

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের রকিহিল পুলিশ বিভাগে চাকরি পেল একটি ছাগল। যা পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো ঘটনা, যেখানে পুলিশে যোগ দিল ছাগল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রকিহিল পুলিশ বিভাগের একটি সূত্রে জানা গেছে, বনি নামের এ ছাগলটি পুলিশ পেট্রোল গোট (পিপিজি) হিসেবে যোগ দিয়েছে। 

এদিকে রকিহিল পুলিশ জানিয়েছে, বনি রাজ্যের পুলিশ পেট্রোল গোটের (পিপিজি) মধ্যে প্রথম এবং এটিকে উচ্চ প্রশিক্ষিত ও আরও দক্ষ করে গড়ে তোলা হবে।

রকিহিল পুলিশ বিভাগ ফেসবুকে বনিকে নিয়ে একটি পোস্টে লিখেছে, অনেক লোকই জানেন না যে, ছাগল বিশেষত ওবেরহসালি জাতের বহু পুলিশ বিভাগের প্রিমিয়ার টহল প্রাণী হিসেবে বিদেশে জনপ্রিয়তা অর্জন করেছে। ছাগলগুলো অত্যন্ত চতুর এবং তাদের ঝুঁকিপূর্ণ স্থানে আরোহণ এবং ভারসাম্য অর্জনের দক্ষতা রয়েছে তার সুস্পষ্ট প্রমাণ আছে। এমনকি গাছে ওঠার ক্ষমতাও রয়েছে! 

পোস্টে আরো লেখা হয়েছে, যদিও ছাগল আক্রমণাত্মক বলে পরিচিত নয়, যখন সঠিকভাবে প্রশিক্ষণ দেয়া হবে তারা প্রমাণের সন্ধান, সন্দেহভাজনদের সন্ধান করতে এবং এমনকি প্রয়োজনে অপরাধীদের দমন করতে তাদের শিং ব্যবহার করবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন