আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের জীবন সবার আগে, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (৪ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় গোয়েন্দা অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও কিভাবে অর্থনৈতিক গতি সচল রাখা যায় সে বিষয়ে সচেতন সরকার। তবে সবার আগে মানুষের জীবন সুরক্ষা দেয়া সবচে’ গুরুত্বপূর্ণ। , এসময় দেশ ও মানুষের সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান, সরকার প্রধান।

সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি এক সপ্তাহের লকডাউনও ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউনে থাকবে পুরো দেশ। জানা গেছে, লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পণ্যবাহী পরিবহনের পাশাপাশি খোলা থাকবে সংবাদপত্র সংশ্লিষ্ট পরিবহনও।

এসবের বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

রোববার (৪ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন