আর্কাইভ থেকে দুর্ঘটনা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কোস্টাল জাহাজ এস কে-৩ এর ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাবিত আল হাসান নামের একটি লঞ্চ ডুবে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে লঞ্চডুবির ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ এর পরিচালককে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে কাজ চালাচ্ছে পুলিশ, নৌপুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বিআইডাব্লিউটিএর কর্মকর্তারা ধারণা করছেন এতে অর্ধশতাধিক যাত্রী ছিল। লঞ্চটির ধারণ ক্ষমতা ৬৮জন। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সাবিত-আল হাসান লঞ্চটি আনুমানিক ৬টার দিকে ডুবে যায়। এটি নারায়াণগঞ্জ মুন্সিগঞ্জ রোডে চলাচল করতো। এতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলো। 

এদিকে নৌপুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাবিত আল হাসান নামে একটি লঞ্চ মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। চর সৈয়দপুরের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে লঞ্চটির সাথে একটি ট্যাংকারের ধাক্কা লাগলে লঞ্চটি ডুবে যায়। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন