আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রবল বর্ষণে ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক

ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অর্ধশতাধিক নিহত হয়েছে। টানা ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার এত প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীর এবং বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যার পানি বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র রাদিত্য জ্যোতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা  ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করেছেন।

বন্যায় ২৭ জন নিখোঁজ আছে জানিয়ে ওই মুকপাত্র আরও জানান, ৯ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ পূর্ব তিমুরেও এ বন্যা দেখা দিয়েছে।  দেশটিতে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১১ জন। সেখানেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন