আর্কাইভ থেকে দুর্ঘটনা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : ২৬ মরদেহ উদ্ধার

১৮ ঘণ্টা পর নারায়ণগঞ্জে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। এ পর্যর্ন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও অনেকে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চটি টেনে নদীর পাড়ে আনা হয়। আজ ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রোববার ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এদিকে, স্বজনদের খোঁজে নদীর পাড়ে পরিবারের সদস্যরা ভিড় করেছেন। তাদের কান্নায় ভারী হয়ে ওঠেছে শীতলক্ষ্যার তীর। স্বজনকে খোঁজে পেতে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেছেন তারা।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের ব্রিজ সংলগ্ন এলাকায় পণ্যবাহী কোস্টাল জাহাজ এস কে-৩ এর ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। সাবিত আল হাসান  নামের এ লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ‍ছিল।

মরদেহগুলো জেলাপ্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে লঞ্চডুবির ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ এর পরিচালককে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন