আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রতিদিন ৪-৫ হাজার রোগী বাড়লে সামাল দেয়া সম্ভব নয় : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন চার থেকে পাঁচ হাজার করোনা রোগী বাড়লে, গোটা শহরকে হাসপাতাল বানালেও সামাল দেয়া সম্ভব দেয়া সম্ভব হবে না। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনায়ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। তারাই করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা এতো বেপরোয়া হয়ে গেছি মনে করছি করোনায় ধরবে না।

মন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ঢাকার সব হাসপাতালে শয্যা বাড়ানোর ব্যবস্থা করছি। আড়াই হাজার শয্যাকে পাঁচ হাজার করা হয়েছে, এরচেয়ে বেশি বাড়ানো সম্ভব না।

গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেলো আরও ৬৬ জনের। য়া সর্বোচ্চ দেশের রেকর্ড।  এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৩৮৪ জনের প্রাণহানি হলো। নতুন করে আক্রাক্ত হয়েছেন সাত হাজার ২১৩ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন