আর্কাইভ থেকে জাতীয়

নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

সঠিক নির্দেশনা মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। করোনা নিয়ন্ত্রণে আইসিইউ, বেড, টেস্ট ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বুধবার (৭ এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। তাই স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না। এতে করে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন রোগী বাড়ছে। এভাবে চলতে থাকলে সবাইকে স্বাস্থ্যসেবা দেয়াটা কঠিন হয়ে পড়বে।

মন্ত্রী আরো জানান, করোনায় ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি সরকারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনারোধ করা ছাড়া আর কোনও বিকল্প নাই। তাই সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। সব দেশের জন্যই টিকা প্রাপ্তি নিশ্চিত করা উচিত। শুধুমাত্র উন্নত দেশকে টিকা দিয়ে এই সমস্যা সমাধান হবে না।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন