আর্কাইভ থেকে দেশজুড়ে

হিলিতে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা না থাকায় দুটি দোকানকে ৮ হাজার টাকা ও স্যাম্পরের ওষুধ বিক্রি করার দায়ে ১টি ওষুধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে র‌্যাবের সহায়তায় হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম। এসময় তিনি ওই ৩টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন।

সহকারি পরিচালক মমতাজ বেগম জানান, হালনাগাদ মুল্য তালিকা না থাকায় দুটি মুদি দোকানিকে ৮ হাজার ও স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে ১টি ওষুধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই তদারকি  নিয়মিতভাবে চলবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন