আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধিতে দ. আফ্রিকান ধরনের সংযোগ মিলেছে

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকান ধরনের সংযোগ মিলেছে। মার্চের চতুর্থ সপ্তাহে আক্রান্তদের ৮১ শতাংশের শরীরে পাওয়া গেছে এই ধরন।

আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় আইসিডিডিআরবি'র পর্যবেক্ষণে উঠে এসেছে এ তথ্য। 

আইসিডিডিআরবি'র পর্যবেক্ষণে বলা হয়, চলতি বছরের শুরুতে করোনার যুক্তরাজ্যের ধরনের দাপট ছিল। তবে মার্চের তৃতীয় সপ্তাহে এসে ব্যাপক পরিবর্তন হয় এতে। ফলে যুক্তরাজ্যের ধরনকে পেছনে ফেলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দক্ষিণ আফ্রিকান ধরন। 

আর মার্চের চতুর্থ সপ্তাহে আক্রান্তদের ৮১ শতাংশের নমুনায় মেলে এই ধরন। নতুণ ধরন থেকে সতর্ক থাকতে সবাইকে স্বাস্থ্যবিধিসহ মাস্ক ব্যবহার করার জন্য আহবান জানিয়েছে আইসিডিডিআরবি।

এদিকে দেশে করোনরে প্রকোপ দিনদিন বেড়েই চলছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আগের দিনের রেকর্ড অতিক্রম করছে। আজ বুধবার (৭ এপ্রিল) দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৩ জন। এ সময়ে ৭ হাজার ৬৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন