আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ সুপার লিগে আট থেকে দুইয়ে পাকিস্তান

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পরও বিশ্বকাপ সুপার লিগে ভারত-পাকিস্তানের ওপরে ছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগারদের ছয়ে নামিয়ে দিয়ে নিজেরা ছয় ধাপ উঠে এসে দুইয়ে অবস্থান করছে। অপরদিকে টেবিলের একদম তলাতিনে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

যদিও সিরিজ শুরুর আগে বিশ্বকাপ সুপার লিগে আট নম্বরে ছিল পাকিস্তান। বাংলাদেশ তখন ছিল পাঁচ নম্বরে। ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে এখন তামিম ইকবালের দল ছয় নম্বরে।
 
অন্যদিকে ৬ ম্যাচে ৪ জয়ে পাকিস্তানের পয়েন্ট ৪০। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট। তবে তারা নেট রানরেটে এগিয়ে রয়েছে। ৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট আছে অস্ট্রেলিয়ারও। তারা নেট রানরেটে ইংল্যান্ড-পাকিস্তানের থেকে পিছিয়ে থাকায় আছে তিন নম্বরে।

পয়েন্ট টেবিল এক নজরে
১। ইংল্যান্ড
২। পাকিস্তান
৩। অস্ট্রেলিয়া
৪। নিউজিল্যান্ড
৫। আফগানিস্তান
৬। বাংলাদেশ
৭। ওয়েস্ট ইন্ডিজ
৮। ভারত
৯। জিম্বাবুয়ে
১০। আয়ারল্যান্ড
১১। দক্ষিণ আফ্রিকা
১২। শ্রীলঙ্কা


উল্লেখ্য, নেদারল্যান্ডস কোনো ম্যাচ না খেলায় কোনো পয়েন্ট পায়নি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন