আর্কাইভ থেকে বাংলাদেশ

নুসরাতের কবরে পিবিআইয়ের ফুল, বাড়িতে দোয়া

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ শনিবার (১০ এপ্রিল) বিকেলে নুসরাত জাহান রাফির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলমের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল তার কবর জিয়ারতে অংশ নেয়।

এসময় পিবিআইয়ের সদস্যরা নুসরাতের বাবা-মা ও ভাইকে সান্ত্বনা দেন।

এর আগে সকালে নুসরাতের বাড়িতে পরিবারের পক্ষ থেকে সীমিত পরিসরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক। মোনাজাতে স্থানীয় আলেম-ওলামা ও বাড়ির লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ এপ্রিল সকালে আলিম আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে গেলে তাকে মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করে তার সহপাঠীরা। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৯ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন