আর্কাইভ থেকে ফুটবল

এল ক্ল্যাসিকোয় জিতে টেবিলের শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগার সবেচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে শিরোপার কাছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাংকসদের ঘরের মাঠে এদিন কাতালানরা ২-১ গোলে পরাজিত হয়েছে। মর্যাদার এই ক্ল্যাসিকোয় জিতে পয়েন্ট টেবিলেরও শীর্ষস্থান দখলে নিয়েছে জিনেদিন জিদানের দল।

ম্যাচ শুরুর ১৫ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠায় রিয়াল মাদ্রিদ। বিরতির আগে ব্যবধান আরো বাড়তে পারতো। প্রথমার্ধের ছন্দহীনতা কাটিয়ে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। তবে হার থেকে বাঁচতে পারেনি তারা।

করিম বেনজেমা স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন অস্কার মিনগুয়েজা।

রিয়ালের জয়ে তিনে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারীরা। এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্টও রিয়ালের সমান ৬৬।

লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল রিয়াল, অপরাজিত রইল টানা ১০ ম্যাচে। অপরদিকে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারল বার্সেলোনা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন