আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে একদিনে দেড় লাখের বেশি শনাক্ত

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত। প্রতিদিনই ভাঙ্গছে সংক্রমণের রেকর্ড। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজারের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৮৩৮ জন। সংখ্যাটি অক্টোবরের পর সর্বোচ্চ। ভাইরাস বিস্তারের দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র রাজ্যে।

কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে প্রতিদিন সংক্রমণ শনাক্ত হচ্ছে ৫৫ হাজারের বেশি। তাই ১৫ দিনের কঠোর লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্ভব ঠাকরে সরকার।

দেশব্যাপী টিকাদান কর্মসূচি চললেও, করোনা বিধিমালা বাড়ানো হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। রাত্রিকালীন কারফিউ জারির পাশাপাশি জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ভারতে করোনাভাইরাসে মোট মারা গেছে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা এক কোটি সাড়ে ৩৩ লাখের বেশি।

পরিসংখ্যান বলছে, গেল ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কেরালা, দিল্লি ও উত্তর প্রদেশ।

সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়। প্রাণঘাতি ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে প্রায় এক কোটি ২১ লাখ জন। দেশটিতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৬২ শতাংশ। মৃত্যু হার এক দশমিক ৩৮ শতাংশ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩ কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে মারা গেছে ২৯ লাখ ৩৯ হাজার। সুস্থ হয়েছে ১০ কোটি সাড়ে ৯৩ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন