আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতের শীর্ষ আদালতেও করোনা; আক্রান্ত ৫০ ভাগ কর্মী, বাড়ি থেকেই শুনানি

এবার করোনা থাবা বসাল ভারতের সর্বোচ্চ আদালতেও। করোনা পজিটিভ ধরা পড়েছে আদালতের ৫০ শতাংশ কর্মীর। কর্মীদের মধ্যে এই পরিমাণে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আপাতত বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতের একটি সূত্র জানায়, আদালত চত্বর, আদালতের সব ঘর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার কাজ চলছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আদালতের সিঙ্গল বা ডিভিশন বেঞ্চগুলো বসবে বলেও জানাচ্ছে ওই সূত্র।

ভারতজুড়ে করোনার সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে। করোনার চতুর্থ ঢেউয়ে গেল এক সপ্তাহে সংক্রমিত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। এর মধ্যে গতকাল রোববারই সংক্রমণ ছাড়িয়েছে দেড় লাখ। রাজধানী নয়াদিল্লিতে দৈনিক সংক্রমণ আট হাজারের কাছাকাছি। করোনার নতুন ঢেউ দেশটিতে ভয়ানক আকার ধারণ করেছে। মহামারির প্রাদুর্ভাব রুখতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দিল্লি সরকার। রাজধানীবাসীকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন