আর্কাইভ থেকে জাতীয়

বিনা প্রয়োজনে কাউকে বাইরে দেখতে চাই না : আইজিপি

আমরা আগামীকাল (১৪ এপ্রিল) কাউকে বিনা প্রয়োজনে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। প্রয়োজনে বাইরে যেতে হলে ‘মুভমেন্ট পাস’ লাগবে। তবে সাংবাদিকদের এ পাস নেয়া লাগবে না। বললেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, রাস্তা-ঘাট ও মোড়ে মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।

আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাবার প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিশিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন। যদি আক্রান্ত কেউ থাকেন, তাহলে সে গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে সেভাবে নির্দেশ মানবেন।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে অতি প্রয়োজনীয় সেবা ছাড়া বন্ধ থাকবে

এ সম্পর্কিত আরও পড়ুন