আর্কাইভ থেকে বাংলাদেশ

রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সিয়াম (রোজা) পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ ইশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন তারা। আজ রাতে সুবহে সাদিকের আগে সেহরি থাওয়া শেষ করবেন। পরদিন সূর্যাস্তের পর ইফতার করবেন।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

এদিকে, দেশে করোনা মহামারী আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মসজিদে প্রতি ওয়াক্তে নামাজ ও তারাবিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করায় যথাযথ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে নিম্নোক্ত নির্দেশনা জারি করা হলো:

১. মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।

২. তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।

৩. জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।

৪. সম্মানিত মুসল্লিগণকে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদমুক্তির জন্য দোয়া করার অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন