আর্কাইভ থেকে জাতীয়

নির্দিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি দোকান ব্যবসায়িদের

লকডাউনে নির্দিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়েছে সম্মিলিত দোকান ব্যবসায়ি ঐক্য পরিষদ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহ্বায়ক তৌফিক এহেসান।

তিনি বলেন, দেশে ২ কোটি ৫০ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ি রয়েছেন। তারা সবাই প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল আর এ আয় দিয়েই তারা  জীবন নির্বাহ করে থাকেন। সর্বাত্মক লকডাউনের ফলে ব্যবসায়িরা নিঃস্ব হয়ে যাবে। তাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা পথে বসে যাবে।

তিনি আরও বলেন, আপনি ব্যবসায়ি বান্ধব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের প্রতি সদয় বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আপনার সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন