আর্কাইভ থেকে ক্রিকেট

কোহলিকে হটিয়ে বিশ্বসেরা বাবর

ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দুজনেই বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। বাবর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছিলেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে দেখেছেন কোহলির। তবে বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন বাবর, পেছনে পড়ে গেলেন কোহলি।

২০১৭ সালের ২২ অক্টোবর থেকে ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছিলেন ভারতীয় অধিনায়ক। সর্বশেষ প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৬৫। ৮২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। চারে আছেন নিউজিল্যান্ডের রস টেইলর। তার পয়েন্ট ৮০১। এছাড়া অ্যারন ফিঞ্চ (৭৯১) পাঁচে, জনি বেয়ারস্টে (৭৮৫) ছয়ে ও ফখর জামান (৭৭৮) সাতে রয়েছেন।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহীম। ৬৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছে ১৮তম স্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন ২৩তম স্থানে, সাকিব আল হাসানের অবস্থান ২৬-এ।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন