আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় ভারতে বাড়ছে মৃত্যু; শশ্মানে দেহ সৎকারে দীর্ঘ সময় অপেক্ষা

ভারতে করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। যা সেপ্টেম্বরের পর রেকর্ড। প্রথমবারের মতো দিনে প্রাণঘাতি ভাইরাস শনাক্ত হয়েছে দুই লাখের কাছাকাছি মানুষের শরীরে।

করোনায় মৃত্যু বাড়তে থাকায় রাজধানী নয়াদিল্লিতে শশ্মানে মরদেহ সৎকারে স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যমুনা নদীর তীরে রাজধানীর বৃহৎ নিগামবোধ শশ্মানঘাটে প্রতিদিনই চাপ বাড়ছে।

শহরের আরেকটি বড় শশ্মানঘাটের এক কর্মচারী জানিয়েছেন, আগে যেখানে দিনে এক থেকে দুইজনকে দাহ করা হতো এখন সেখানে দাহ করতে হচ্ছে ১৫টির বেশি মরদেহ।

মহারাষ্ট্রে শয্যা খালি নেই হাসপাতালে। একদিনে মহারাষ্ট্র ও তেলেঙ্গানার বেশিরভাগ হাসপাতাল ঘুরে শয্যা খালি না পাওয়ার অভিযোগ করেছে অনেকে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার ভারতে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষের শরীরে। আর একই সময়ে মারা গেছে এক হাজার ৩৭ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন